বৃহস্পতিবার বগুড়া আইডিয়াল সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে প্রধান শিক্ষকের উদ্যোগে অভিভাবকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন সহকারী শিক্ষা কর্মকর্তা লায়লা শিরীন নাহার ও বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফ রেহমান।

বগুড়া আইডিয়াল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর অভিভাবকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় শহরের বড়গোলায় বিদ্যালয় প্রাঙ্গনে প্রধান শিক্ষক নাছিমা আকতার বানু’র উদ্যোগে শিক্ষার্থীর অভিভাবকদের হাতে শীতবস্ত্র তুলে দেয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা লায়লা শিরীন নাহার, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফ রেহমান, সহ-সভাপতি আব্দুস সালাম বাবু, সহ: শিক্ষক জাকিয়া আখতার, রেজিনা ইয়াসমিন, রোকসানা আকতার, শ্রাবনী রানী, তাসনিয়া আইরিন, যুব সংগঠক লিটন রহমান সহ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অভিভাবকগণ। এ সময় সামাজিক দুরত্ব নিশ্চিত করা সহ নিয়মিত হাতধোয়া, স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানানো হয়। শিক্ষার্থীদের নিয়মিত পড়াশুনা করার আহবান জানান অতিথিবৃন্দ।

উলে­খ্য প্রধান শিক্ষক নাছিমা আকতার বানুর উদ্যোগে করোনাকালীন সময়ে শিক্ষার্থীদের পড়াশুনার অগ্রগতির জন্য ইতিপূর্বে ১ম থেকে ৫ম শ্রেণীর সকল শিক্ষার্থীকে ৬টি করে খাতা প্রদান করা হয়েছে। এছাড়া খাদ্য সামগ্রীও বিতরণ করা হয়েছে। – বিজ্ঞপ্তি