বগুড়া অফসি : বগুড়ায় মোবাই ফোন চার্জে দিয়ে হেডফোনে গান শোনার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাকিব আহমেদ (২৬) নামে ঢাকার বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত হয়েছে। গত শনিবার রাত ৯টার দিকে তাদের ঠনঠনিয়াস্থ বাসায় এ ঘটনা ঘটেছে বলে পরিবার সূত্রে জানা যায়। সে বগুড়া শহরের কলোনী এলাকার চিটাগাং নুর হোটেলের মালিক ডাঃ শাহানুর ইসলামের পুত্র। রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নিহত রাকিবের ছোট চাচা সাংস্কৃতিক কর্মী নূরুজ্জামান বাবু।

রাকিবের পরিবার সূত্রে জানা গেছে, গত শনিবার সন্ধ্যার পর নিজের কক্ষেই ছিল রাকিব। রাত ৯টার দিকে তাকে ডাক দিতে গেলে কোন সাড়া না পাওয়ায় পরিবারের লোকজন শঙ্কিত হয়। পরে তারা ঘরের দরজা ভেঙ্গে দেখে রাকিব বিদ্যুতায়িত হয়ে আছে। এ সময় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার লাশ বাসায় নিয়ে আসা হয়। রাকিবের বাবা ডাঃ শাহানূর চিকিৎসাজনিত কারনে বগুড়ার বাইরে অবস্থান করছেন। রোববার স্থানীয় জামিল মাদ্রাসায় রাকিবের জানাজা নামাজ শেষে দক্ষিণ বগুড়া (ভাইপাগলা মাজার ) কবরস্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনার পর রাতেই বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ ঘটনাস্থল পরিদর্শন করেন। লাশ ময়না তদন্ত ছাড়াই দাফন করা হয়েছে।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর জানান, সে মোবাইলে গান শুনতো এবং রাত জাগতো। ধারণা করা হচ্ছে, সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে।

তার মৃত্যুতে বগুড়া এপেক্স ক্লাব গভীর শোক প্রকাশ করেছে।