বগুড়া প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় নিজের আইডি থেকে মোবাইল ফোনের মাধ্যমে মাদ্রাসা ছাত্রীর আপত্তিকর ছবি ফেসবুক পেইজে প্রচার করায় জুয়েল রানা (২৪) নামে মাদকাসক্ত এক বখাটের ১৫দিনের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। এ সময় জুয়েল রানার ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করা হয়।
শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত এ দন্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্ত আসামী জুয়েল রানা উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের পশ্চিম গুয়াডহরী গ্রামের আইয়ুব আলীর ছেলে।
ইউএনও অফিস সূত্রে জানা যায়, উপজেলার পশ্চিম গুয়াডহরী গ্রামের এক কৃষকের মেয়ে স্থানীয় একটি মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্রী। দীর্ঘদিন ধরে ওই মেয়েটিকে উত্যক্ত করে আসছিল জুয়েল রানা। সম্প্রতি মেয়েটির পরিবারের পক্ষ থেকে জুয়েল রানার বাবার নিকট বিচার চায়। এতে মেয়েটির উপর ক্ষুব্ধ হয়ে ওঠে জুয়েল রানা।
এ অবস্থায় জুয়েল রানা তার নিজের মোবাইল ফোনে অবুজ ভালবাসা নামে আইডি থেকে সামাজিক যোগাযোগ (ফেসবুক) মাধ্যমে শনিবার দুপুরে ওই মেয়েটির এডিট করা একটি আপত্তিকর ছবি প্রচার করে। এ ঘটনায় মেয়েটির বাবার অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়েল রানাকে নিজ বাড়ি থেকে আটক করে ভ্রাম্যমান আদালত। এরপর ভ্রাম্যমান আদালতে দোষ স্বীকার করায় জুয়েল রানার ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন বিচারক।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, ১৫ দিনের কারাদন্ডের আদেশপ্রাপ্ত আসামী জুয়েল রানা থানা হেফাজতে রয়েছে। রোববার বগুড়া জেলা কারাগারে পাঠানো হবে।