বগুড়া অফিস : বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষ্যে তাঁর বিদেহী রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল করেছে বগুড়া জেলা মহিলা দল।

শুক্রবার ৪ জুন বাদ জুম্মা দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে অংশ নেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও বগুড়া পৌর সভার মেয়র রেজাউল করিম বাদশা, বিএনপির কেন্দ্রীয় সদস্য আলী আজগর তালুকদার হেনা, জেলা মহিলা দলের সভানেত্রী লাভলী রহমান, জেলা নেত্রী নাজমা আক্তার, বিউটি বেগম, হাজেরা বেগম, সুরাইয়া বেগম রনি প্রমুখ।

দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা সহ জিয়া পরিবারের জন্য দোয়া করা হয়।