বগুড়া অফিস : বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ভটভটি উল্টে মাছ ব্যবসায়ী আজিজার রহমান (৪২) নিহত হয়েছেন। সোমবার সকাল ৬ টার দিকে উপজেলার মোকামতলা-জয়পুরহাট সড়কের কিচক নয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তিনি জয়পুরহাট জেলার কালাই উপজেলার বাসন্দিা। তিনি পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, মাছ ব্যবসায়ী আজিজার রহমান ভটভটিতে মাছ নিয়ে বিক্রির উদ্দেশ্যে শিবগঞ্জের কিচক বাজারে যাচ্ছিলেন। মাছ বোঝাই ভটভটি কিচক নয়াপাড়া এলাকায় পৌঁছলে ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। এতে ভটভটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মাছ ব্যবসায়ী আজিজারের মৃত্যু হয়। লাশ পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।
শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হরিদাস মন্ডল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।