বগুড়া অফিস : করোনা সংক্রমনরোধে বগুড়ায় বাজার স্থানান্তর সিদ্ধান্ত পরিবর্তন করে পুনরায় আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে ফতেহ আলী ও রাজাবাজারে বসানো হয়েছে। ব্যবসায়ীদের ধর্মঘটের মুখে জেলা প্রশাসনের এক সভায় বৃহস্পতিবার নতুন সিদ্ধান্ত নেয়ার পর শুক্রবার থেকে তা কার্যকর হয়েছে। সভায় সিদ্ধান্ত হয়েছে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। সভায় জেলা প্রশাসনের কর্মকর্তা ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এতে করোনা সংক্রমনের মাত্রা আবারও বাড়ার আশংকা করছেন শহরবাসী।

এর আগে জেলা প্রশাসনের এক সভায় বাজার স্থানান্তরের সিদ্ধান্ত মোতাবেক শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে দুই বাজার স্থানান্তর করা হয়। কিন্তু ব্যবসায়ী ও ক্রেতারাদের অনাগ্রহের কারনে তা কার্যকর হয়নি।

এদিকে গত ২৪ ঘন্টায় বগুড়া জেলায় নতুন করে ১৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। জেলার দুটি ল্যাবে ১৯৭টি নমুনা পরীক্ষায় এ শনাক্ত হয়। সনাক্তের হার ৭ দশমিক ৬১ ভাগ। এ সময়ে সুস্থ্য হয়েছেন ৩৫ জন। তবে কেউ মারা যাননি। বর্তমান জেলায় করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৬১৬জন এবং মারা গেছেন সরকারী হিসেবে ২২২ জন। এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত ৯ হাজার ৪৯১জন ও সুস্থ্য ৮ হাজার ৬৫৩জন।