বগুড়া অফিস : বগুড়ায় হাম রুবেলা ক্যাম্পেইন শুরু হয়েছে। শনিবার সকালে বগুড়া পৌরভবনে এর উদ্বোধন করেন বগুড়ার ডিসি জিয়াউল হক। বগুড়া পৌর এলাকায় ৯ মাস থেকে ১০ বছর বয়সী ৫৬ হাজার ৩৪২জন সহ জেলায় ৬ লাখ ৯২ হাজার ৪০০ শিশুকে এ টিকা দেয়া হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ সামির হোসেন মিশুসহ পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তাবৃন্দ।

এদিকে এ কর্মসূচী সফল করার লক্ষ্যে শনিবার দুপুরে বগুড়া প্রেসক্লাবে জেলা সিভিল সার্জন অফিসের আয়োজনে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ সামির হোসেন মিশু বলেন, ১৯ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারী পর্যন্ত জেলার ৮ হাজার ৩৫২টি স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে টিকাদান করা হবে। এ টিকা প্রদানের ফলে শিশুরা হাম রুবেলা রোগ থেকে মুক্ত থাকবে। দেশে হাম ক্যাম্পেইন ও হাম রুবেলা ক্যাম্পেইন পরিচালনা সত্বেও ২০১৭ সাল থেকে দেশে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে। তাই সরকার ছয় সপ্তাহব্যাপী এ কর্মসূচী পালন করবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন, ডাঃ ফারজানুল ইসলাম নির্ঝর, ডাঃ শাহারুল ইসলাম, ডাঃ আমিনুর রহমান, ডাঃ দুলাল উদ্দিন , ডাঃ আমিনুর রহমান।