শেরপুর (বগুড়া) প্রতিনিধি : নিরাপদ মাছ উৎপাদনে মৎস্য খাদ্যের ভূমিকা শিরোনামে জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জুন) সকাল ১০টা হতে বগুড়ার হোটেল সিয়েস্টায় দিনব্যাপি কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপপরিচালক মোঃ সাহেদ আলী।
কর্মশালায় প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন ফিড মিল কনসালট্যান্ট এন্ড সিইও এগ্রো সল্যুশন অং থোয়েন অন্তু।
এ ছাড়াও আরো আলোচনা করেন ডেভিড রিন্টু দাস পিএসও, বিএফআরআই সান্তাহার স্বাদুপানি উপকেন্দ্র বগুড়া। কর্মশালায় বগুড়া জেলার সকল উপজেলার মৎস্য কর্মকর্তা, বিশিষ্ট মৎস্য চাষী, খাদ্য ব্যবসায়ী ও ফিড মিলের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।