বগুড়া অফিস : বগুড়ায় দুই দিন আগে নিখোঁজ মশিউর রহমান সোনা মিয়া (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে বগুড়া সদরের বারপুর দক্ষিণপাড়া এলাকায় ধান ক্ষেত থেকে ওই লাশ উদ্ধার করা হয়। সে বারপুর দক্ষিণপাড়া গ্রামের মৃত নান্নু মিয়ার ছেলে। তিনি পেশায় দলিল লেখক ছিলেন।

জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যার পর স্থানীয় মসজিদে তারাবীহ নামাজে যাওয়ার কথা বলে বাড়িতে মোবাইল ফোন রেখে সোনা মিয়া বাড়ি থেকে বের হন। এরপর রাতে তিনি বাড়ি ফেরেননি।

বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তার কোন সন্ধান না পেয়ে গতকাল শুক্রবার দুপুরের পর সোনা মিয়ার স্ত্রী সোনিয়া আক্তার বগুড়া সদর থানায় জিডি করেন।

শনিবার সকালে সোনা মিয়ার বাড়ির পিছনে ঈদগাহ মাঠ সংলগ্ন ধান ক্ষেতে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন সোনা মিয়ার লাশ সন্ধান পান। পরে সদর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, তার মৃত্যুর কারন জানা যায়নি। ধারণা করা হচ্ছে এটি হত্যাকান্ড। হত্যার সাথে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।