বগুড়া অফিস : বগুড়ার শেরপুরে বাঙালি নদী থেকে অজ্ঞাত বৃদ্ধার (৬০) লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১২টায় শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের বিলনোথা গ্রামের বাঙালি নদী থেকে এ লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, নদীতে বৃদ্ধার লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ নদী থেকে উদ্ধার করে। মর্গে পাঠায়।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম জানান, বৃদ্ধার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায় নি। ময়না তদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।