বগুড়া অফিস : বগুড়ায় তিন থানার এসআই পরিচয় দানকারী সাব্বিরকে (৩২) জনতা ধরে পুলিশে দিয়েছে। রোববার বেলা ২টার দিকে শহরের সাতমাথায় এ ঘটনা ঘটেছে। আটক সুলতান মাহমুদ আল সাব্বির বগুড়া জেলার নন্দীগ্রাম থানার কোহলী উত্তরপাড়ার আব্দুল হাকিমের ছেলে।

বগুড়া সদর ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) খোরশেদ আলম জানান, বগুড়ার কাহালু উপজেলার খাজলাল গ্রাামে জনৈক একজনের বাড়িতে পারিবারিক ঝামেলা চলছে। কয়েকদিন আগে একটি পক্ষের হয়ে কাহালু থানার এসআই পরিচয় দিয়ে হুমকি দিয়েছে। সে প্রথমে নিজেকে কাহালু থানার এসআই, পরে জয়পুরহাট ও আশুলিয়া থানার এসআই বলে নিজেকে পরিচয় দিয়েছে। বর্তমানে সাব্বিরকে আটক করে সদর থানায় রাখা নিয়ে যাওয়া হয়েছে।

জানা যায় রোববার বেলা ২টার দিকে হটাৎ কয়েকজন লোক ধর ধর বলে একজনকে দৌড়ে ধরে আওয়ামী লীগ কার্যালয় সংলগ্ন মেরিনা মার্কেট এলাকা থেকে। লোকটিকে কয়েকজন মিলে ধরে নিয়ে আসে সাতমাথায় পিকেট পুলিশ ডিউটি স্থলে। এবং ভুয়া এসআই বলে কয়েকজন লোক তাকে পুলিশের হাতে তুলে দেয়।

বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, বর্তমানে আটক ভুয়া এসআই সাব্বির সদর থানা পুলিশের হেফাজতে রয়েছে।