বগুড়া অফিস : জাতীয়তাবাদী কৃষকদল বগুড়া জেলা শাখার উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল ও খাবার বিতরন করা হয়েছে।

শনিবার বাদ জোহর শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে শহীদ জিয়ার রুহের মাগফেরাত কামনা ও বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা সহ জিয়া পরিবারের কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। পরে মসজিদে মাদরাসার ইয়াতিম ছাত্র ও গরীবদের মাঝে খাবার বিতরন করা হয়।

দোয়া মাহফিল ও খাবার বিতরনকালে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সাবেক সভাপতি ও বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফজলুল বারী তালুকদার বেলাল, বিএনপির কেন্দ্রীয় সদস্য আলী আজগর তালুকদার হেনা, জেলা কৃষকদলের আহবায়ক আকরাম হোসেন মন্ডল, সদস্য সচিব সাইফুল ইসলাম বাবলু, বিএনপি নেতা কেএম খায়রুল বাশার, তাহা উদ্দিন নাহিন, সহিদ উন নবী সালামসহ বিএনপি, কৃষকদল ও অন্যান্য দলের নেতৃবৃন্দ। এর মাধ্যমে জেলা বিএনপি ঘোষিত ৮ দিন ব্যাপী একটানা কর্মসূচী শেষ হলো।