বগুড়া অফিস : গতকাল রোববার বগুড়ায় করোনা পরীক্ষা ও শনাক্ত দুটোই কমেছে। করোনা সংক্রমণ বাড়লেও মাস্ক পরার আগ্রহ বাড়ছে না। তাই জনসচেতনতা সৃষ্টির জন্য মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রেখেছে জেলা প্রশাসন।

আজ সোমবার দুপুর ১২টায় বগুড়া সিভিল সার্জন অফিস জানায়, বগুড়া জেলায় সংগৃহীত ১০১টি নমুনা গত রোববার দুটি পিসিআর ল্যাবে পরীক্ষা করা হয়। এতে ১০ ব্যক্তি করোনা সনাক্ত হন। এর মধ্যে বগুড়া সদরের ৮ জন এবং ধুনটের ২ জন রয়েছেন । তবে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। বর্তমানে জেলার সরকারী ও বেসরকারী বিভিন্ন হাসপাতালসহ নিজ নিজ বাসায় ৬৩৩ জন চিকিৎসাধীন রয়েছেন।