বগুড়া অফিস : বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে আরো ২ জন মারা গেছেন। তারা হলেন, বগুড়া সদরের বাসিন্দা রিপন কুমার (৩৪) ও আব্দুর রশিদ (৭৯) । তারা দুজনই বুধবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। এ নিয়ে সরকারী হিসেবে এ পর্যন্ত বগুড়া জেলায় করোনায় মৃত্যু হয়েছে ২১৭ জন।
বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন জানান, বুধবার বগুড়ার দুটি পিসিআর ল্যাবে মোট ১৯৬টি নমুনা পরীক্ষা শেষে ২৪জন করোনা সনাক্ত হয়েছেন।
এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত ৯ হাজার ৩৩৪ জন, মৃত্যু ২১৭ জন, সুস্থ্য ৮ হাজার ৪৪৫ জন ও চিকিৎসাধীন ৬৬২ জন।