বগুড়া অফিস : মহামারী করোনায় আক্রান্ত হয়ে বগুড়ার গাজী রিয়াল এষ্টেটের স্বত্বাধিকারী আলহাজ্ব ডাক্তার গাজী শফিকুল আলম চৌধুরী (৭৬) গত শনিবার রাতে ঢাকা ইউনাইটেড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি কিছুদিন আগে করোনায় আক্রান্ত হলে ঢাকায় নিয়ে প্লাজমা থেরাপী দেয়া দেয়। এতে ইনফেকশন হলে তিনি মারা যান বলে জানিয়েছেন মরহুমের চাচাতো ভাই অধ্যাপক তৌহিদুল আলম চৌধুরী। তবে তাঁর স্ত্রী সুস্থ্য রয়েছেন বলে জানা গেছে। তার দুই ছেলে ইংল্যান্ড প্রবাসী।

তিনি আরো জানান, ১৯৬৫ সালে গাজী সফিকুল ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করে দীর্ঘ ৪০ বছর ইংল্যান্ডে সরকারী চাকুরী জীবন শেষে ২০০৫ সালে দেশে ফিরে আবাসন ব্যবসায় শুরু করেন। আজ রোববার মরহুমের প্রথম জানাজা বগুড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বাদ জোহর এবং দ্বিতীয় জানাজা গ্রামের বাড়ি গাবতলি উপজেলার দক্ষিণ পাড়া ইউনিয়নের উপজগ্রামে বাদ আছর চৌধুরীপাড়ায় অনুষ্ঠিত হয়। জানাজাশেষে বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে বগুড়া রিয়েল এষ্টেট অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ারুল করিম দুলাল , সাধারন সম্পাদক সাইরুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। এ নিয়ে বগুড়ায় করোনায় পাঁচ জন ডাক্তারের মৃত্যু হলো।