বগুড়া অফিস : বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ঔষধ বিক্রয় ফার্মেসির লাইসেন্স না থাকা, অনুমোদনহীন ও নকল ওষুধ রাখায় দুটি প্রতিষ্ঠানে ১৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার বেলা ১২টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল এলাকার ওষুধের দোকানগুলিতে এই অভিযান পরিচালনা করা হয়।
জরিমানা করা ফার্মেসি গুলো হলো নিউ সিটি ফার্মেসি ও রাসেদা ফার্মেসি। প্রত্যেককে ৮ হাজার টাকা করে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশরাফুর রহমান ও পাপিয়া সুলতানা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শজিমেক হাসপাতালের সামনে একটি ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিউ সিটি ফার্মেসি ও রাসেদা ফার্মেসি নামে দুটি প্রতিষ্ঠান তাদের লাইসেন্স নেই, এবং তারা অনুমোদনহীন ঔষধ, নকল ঔষধ বিক্রি করে আসছিল।
এ ছাড়াও দোকান দুটিতে দেশী বিদশী অনুমোদনহীন ঔষধ পাওয়া যায়। ঔষধ আইন ১৯৪০ এর ধারা মোতাবেক নিউ সিটি ফার্মেসি ও রাসেদা ফার্মেসিকে ৮ হাজার টাকা করে মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত চলাকালে জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম মোল্লা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।