শেরপুর (বগুড়া) সংবাদদাতা : বগুড়ার শেরপুরে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর সহযোগীতায় ও হামছায়াপুর একতা সংঘের উদ্যোগে “পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর” কার্যক্রমের আওতায় পরিস্কার পরিচ্ছন্ন অভিযান ও মাস্ক মঙ্গলবার (১ জুন) সকাল ১০টায় শাহ বন্দেগী ইউনিয়নের উচরং মধ্যপাড়া গ্রামে বিতরণ করা হয়েছে।

হামছায়াপুর একতা সংঘের সভাপতি ফজলুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহ বন্দেগী ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য বিলকিছ বেগম।

হামছায়াপুর একতা সংঘের নির্বাহী পরিচালক রিনা সুলতানা মিশুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আয়রা দাখিল মাদ্রাসার সুপার মো: আসাদউল্লাহ বারী।

এ ছাড়াও উপস্থিত ছিলেন, এসডিএস সহ:সাধারণ সম্পাদক আঞ্জুমান আরা তানিয়া, সদস্য আলিম, এলাকাবাসী আমজাদ হোসেন, ছাহেরা খাতুন, মশিউর রহমান, রমিসা বেগমন, খালেক, খাদেম আলী, সেলিমা খাতুন প্রমুখ।

এ সময় গ্রামবাসীদের মাঝে মাস্ক বিতরণ এবং পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন বিষয়ে বিভিন্ন পরামর্শ দেওয়া হয়।