বগুড়া অফিস ও শাজাহানপুর সংবাদদাতা : বগুড়ার শাজাহানপুরে নেতাকর্মীদের তোপের মুখে কাউন্সিল থেকে সটকে পড়ার খবর প্রকাশে ক্ষুদ্ধ আওয়ামী লীগ নেতা সাংবাদিককে হুমকি দিয়েছেন। গত ২১ ডিসেম্বর উপজেলার চোপিনগর ইউনিয়নের ওয়ার্ড কমিটি গঠনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। হুমকির শিকার আবদুল ওহাব এশিয়ান টেলিভিশন, দৈনিক মুক্ত সকাল ও অনলাইন নিউজ পোর্টাল সুপ্রভাত বগুড়া-এর শাজাহানপুর উপজেলা প্রতিনিধি। বৃহস্পতিবার মোবাইল ফোনে তিনি এ হুমকি দেন।

হুমকির বিষয়ে জানা যায়, উপজেলার চোপিনগর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে আওয়ামী লীগের কমিটি গঠনের লক্ষ্যে বড়পাথার স্কুল হলরুমে গত ২১ ডিসেম্বর কাউন্সিল শুরু হয়। কাউন্সিলে ৮ নং ওয়ার্ডে সভাপতি প্রার্থী মোঃ চান মিয়ার পক্ষে দলের বেশীরভাগ নেতাকর্মীর সমর্থন থাকলেও তাকে সভাপতি ঘোষণা না করে আরেক সভাপতি প্রার্থী আবদুস সাত্তারকে সভাপতি হিসেবে ঘোষণা করতে চান অনুষ্ঠানের প্রধান অতিথি শাজাহানপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালেবুল ইসলাম। এ নিয়ে তার সাথে বাক-বিতন্ডাসহ নেতাকর্মীদের মাঝে চরম উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় তাদের তোপের মুখে পড়ে কাউন্সিল শেষ না করে অনাকাংখিত ঘটনা এড়াতে মুহুর্তের মধ্যেই সেখান থেকে চলে যান শাজাহানপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালেবুল ইসলাম।

এ সব ঘটনার সত্যতা স্বীকার করে উপজেলা আওয়ামী লীগের নেতা মোঃ মাহফুজার রহমান বাবলু বলেন, শাজাহানপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালেবুল ইসলাম এর পক্ষে নেতাকর্মীদের সমর্থন নাই। কিন্তু তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রার্থী। তাই ষড়যন্ত্র করে ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে এমন ধরনের ব্যক্তিদেরকে ওয়ার্ড ও ইউনিয়ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বানিয়ে তাদের সমর্থনে তিনিও সভাপতি হওয়ার পথ পরিষ্কার করছেন। কিন্তু ত্যাগী নেতারা বেঁচে থাকতে তা মেনে নিবে না।

এ প্রসংগে উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের আরেক সদস্য ইমরান হোসেন বলেন, দলের নীতি আদর্শ বহির্ভুতভাবে জনসমর্থনহীন ব্যক্তিকে নেতা বানানোর চেষ্টা করায় তিনি এই তোপের মুখে পড়েন এবং মুহুর্তেই কাউন্সিল থেকে চলে যান। তারা আরো বলেন, কয়েক বছর আগে এমনই এক ঘটনায় তার প্রাইভেট গাড়ী ভাংচুরের ঘটনা ঘটে।

তবে শাজাহানপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ তালেবুল ইসলাম এ সব তথ্য মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন বলে মন্তব্য করেন।

সার্বিক এসব ঘটনার তথ্য সংগ্রহ করে ও তাদের সাক্ষাতকার এবং মতামত তুলে ধরে সাংবাদিক আবদুল ওহাব গণমাধ্যমে “শাজাহানপুরে নেতাকর্মীদের তোপের মুখে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক” শিরোনামে সংবাদ প্রকাশ করায় ২৪ ডিসেম্বর ২০২০ ইং মোবাইল ফোনে তার বিরুদ্ধে চাঁদাবাজি, প্রতারণা ও ডিজিটাল আইনে মামলাসহ বিভিন্ন হয়রানি ও দেখে নেয়ার হুমকি দিয়েছে বগুড়া শাজাহানপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ তালেবুল ইসলাম।

এ বিষয়ে সাংবাদিক আবদুল ওহাব বলেন, এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করার প্রস্তুতি নেয়া হচ্ছে।