ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৫ জুন শনিবার সকাল থেকে দিন ব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ব দুগ্ধ দিবস ও দুগ্ধ সপ্তাহ উদযাপন উপলক্ষে প্রাণিসম্পদ ও ডেইরি প্রকল্প, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে ফুলবাড়ী জছিমিঞা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রাণিসম্পদ প্রদর্শনী -২০২১ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন দাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতি বেগম।
আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ কৃষ্ণ মোহন হালদার,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায়, জছিমিঞা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলী খন্দকার, ফুলবাড়ী সদর ইউনিয়ন চেয়ারম্যান হারুন অর রশিদ হারুন, ফুলবাড়ী প্রেসক্লাব সভাপতি এমদাদুল হক মিলন, সিনিয়র সাংবাদিক ওলিউর রহমান নয়ন, এইচ এম বাবুল, মাহফুজুর রহমান মাহফুজ, মোস্তাফিজুর রহমান জাহাঙ্গীর, হেলাল উদ্দিন, নুরনবী মিয়া, আরিফুল ইসলাম আরিফ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকারিয়া মিঞা, বিপুল মিয়া প্রমুখ।