জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের দুই কর্মকর্তার অনিয়মের সংবাদ প্রকাশের পর কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছেন জেলা শিক্ষা কর্মকর্তা। আগামী ৭ কর্ম দিবসের মধ্যে এ কারণ দর্শানোর জবাব দিতে বলা হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শরিফ উদ্দিন ও সহকারী শিক্ষা কর্মকর্তা গত বৃহস্পতিবার, রোববার ও সোমবারসহ মোট তিন দিন সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নিজ-নিজ এলাকায় সময় কাটান। এ খবর স্থানীয় সাংবাদিকগণ জেনে শিক্ষা কর্মকর্তা কার্যালয়ে গিয়ে দুই কর্মকর্তার কক্ষে তালা ঝুলতে দেখেন। এর পর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে ভিডিও কলে দেখিয়ে সংবাদ প্রকাশ করেন। এ কারণে জেলা শিক্ষা কর্মকর্তা এস এম আব্দুর রহমান হতভম্ব হয়ে দুই জনকেই কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন তিনি।
তথ্য নিয়ে জানা যায়, দুই শিক্ষা কর্মকর্তা অফিস ফাঁকি দিয়ে এবং উপজেলার কিছু স্কুলের অসাধু ও স্কুল ফাঁকিবাজ কয়েকজ শিক্ষকের সহযোগিতায় বিভিন্ন অনিয়ম ও দূর্নীতিতে জড়িয়ে গেছেন। এতে উপজেলার প্রাথমিক শিক্ষা কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। গত কয়েকটি অর্থ বছরের বরাদ্বের টাকাতেও নয়-ছয় করেছেন এই দুই শিক্ষা কর্মকর্তা। তাদের দূর্নীতির চিত্র একাধিকবার বিভিন্ন স্থানীয়, আঞ্চলিক ও জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশ হলেও টনক নড়েনি এই দুই শিক্ষা কর্মকর্তার।
গতকাল সোমবার অনলাইন নিউজ পোর্টাল খোলাবার্তা২৪ ডটকম সহ মঙ্গলবার জাতীয় ও স্থানীয় বিভিন্ন পত্রিকাতে “তিন দিন যাবত তালা ঝুলছে শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে” শিরোনামে সংবাদ প্রকাশ হলে নড়েচড়ে বসে জেলা শিক্ষা অধিদপ্তর।
এদিকে সংবাদ প্রকাশ হওয়ার পরপরই উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা। বৈঠক শেষে শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে তার অনুগত ও অনিয়মিত স্কুল ফাঁকিবাজ শিক্ষক মোঃ আবুল লেইছসহ কয়েকজন শিক্ষকদের নিয়ে আবারো মিলিত হোন শিক্ষা কর্মকর্তার কক্ষে।
নোটিশের সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা (ডিপিও) এস এম আব্দুর রহমান জানান, ভিডিও কলে জামালগঞ্জের দুই শিক্ষা কর্মকর্তা কার্যালয়ে তালা ঝুলতে দেখে আমি হতভম্ব হয়ে পড়েছি। এই দুই শিক্ষা কর্মকর্তা কেউই আমার কাছে ছুটি নেননি। কি কারণে তারা অফিসে অনুপস্থিত ছিলেন এ ব্যাপারে তাদের কাছে ৭ কর্ম দিবসের মধ্যে জবাব চেয়ে নোটিশ পাঠানো হয়েছে। তাদের জবাবের পর পরবর্তি পদক্ষেপ নেয়া হবে।