ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর জেলার ফরিদপুর ও মধুখালী পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীগণ জয়ী হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টা হতে বিকেল চারটা পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে রাতে বেসরকারীভাবে ফলাফল ঘোষনা করা হয়।
জেলা নির্বাচন কর্মকর্তা হাবিবুর রহমান হাবিব জানান, ফরিদপুর পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অমিতাভ বোস ৫৬ হাজার ৮৯২ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্ব›দ্বী বিএনপির চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ পেয়েছেন ২৭ হাজার ৩৩০ ভোট।
মধুখালী পৌর নির্বাচনে খন্দকার মোরশেদ জামান লিমন পেয়েছেন ১০ হাজার ২৮১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সতেজ আহমেদ পেয়েছেন ৪ হাজার ২৬০ ভোট।
ফরিদপুরের ২৭টি এবং মধুখালীর ৯টি ওয়ার্ডে কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদেও নির্বাচন অনুষ্ঠিত হয়।