ফরিদপুর প্রতিনিধি : মহান বিজয় দিবস উপলক্ষে ফরিদপুরে সকাল সাড়ে নয়টায় জেলা প্রশাসনের উদ্যোগে শত সহস্র কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এসময় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত মুজিববর্ষ মঞ্চ থেকে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক অতুল সরকার ও পুলিশ সুপার মো. আলিমুজ্জামান। বিভিন্ন শ্রেণিপেশার মানুষ বিভিন্নস্থান হতে একযোগে এ কর্মসূচি পালন করেন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, বৈশ্বিক দুর্যোগ করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারনে জেলা প্রশাসক অতুল সরকারের পরিকল্পনায় জেলায় বিজয় দিবস উদযাপনে শত সহস্র কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এতে অনলাইনের মাধ্যমে রেজিষ্ট্রেশনের ব্যবস্থা করে জেলা প্রশাসন।

এর আগে সকালে গোয়ালচামটস্থ স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পণ করা হয়।জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার মো. আলিমুজ্জামান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামীম হক, বিএনপি নেত্রী চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর প্রেসক্লাব সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীসহ বিভিন্ন রাজনৈতিক দল ও তাদের সহযোগী সংগঠন ছাড়াও সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ হতে পুষ্পমাল্য দেয়া হয়। এছাড়াও দিবসটি উপলক্ষে ফরিদপুরে নানা কর্মসূচি পালিত হয়েছে।