প্রেসিডেন্সি ইউনিভার্সিটি গুলশান ক্যাম্পাসে “মুজিব কর্নার” চালু করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন উপলক্ষে এই উদ্যোগ নেওয়া হয়। প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মুনিরুজ্জামান (ভারপ্রাপ্ত), মুজিব কর্নার উদ্বোধন করেন ।

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির মুজিব কর্নার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন, কর্ম ও আদর্শ নিয়ে নির্মিত বই, ছবি, নথি এবং ভিডিও সমৃদ্ধ। বিভিন্ন অনুষদের সদস্য, কর্মকর্তা ও শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর জীবন, সংগ্রাম ও আদর্শ সম্পর্কে জানতে পারবেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক- শিক্ষিকা, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। – বিজ্ঞপ্তি