লুৎফর রহমান, তাড়াশ : সিরাজগঞ্জের তাড়াশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজশাহীর জনসভা সফল করার লক্ষ্যে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে যৌথ কর্মি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২১ জানুয়ারি সকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ খন্দকারের সভাপতিত্বে যৌথ কর্মি সভা প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম বাটুল, মনোরঞ্জন কর্মকার, প্রকাশ চন্দ্র সরকার, হোসনেয়ারা পারভীন লাভলী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রজত ঘোষ , শাহিনুর ইসলাম লাবু, প্রভাষক মর্জিনা ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোজ্জাম্মেল হক,খলিলুর রহমান, সহপ্রচার সম্পাদক মোহাম্মদ আলী, মহিলা আওয়ামী লীগ সভাপতি মনোয়ারা খাতুন মিনি, সাধারণ সম্পাদক সবিতা রানী টুনি, যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন খান, সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ , ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল , সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ , পৌর ছাত্রলীগ সভাপতি আতিকুল ইসলাম প্রমুখ।
যৌথ্য কর্মি সভায় প্রধান বক্তার বক্তব্যে সঞ্জিত কর্মকার বলেন, শেখ হাসিনার বিকল্প নেই ।দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান এবং রাজশাহীর জনসভা সফল করার জন্য বিভিন্ন দিক নির্দেশনা দেন। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে পুনরায় নৌকায় ভোট বিজয়ী করতে হবে।
তিনি আরো বলেন, যারা আওয়ামী লীগের সুসংগঠিত মাঠকে বিভ্রান্তির কালো ছায়ায় আচ্ছাদিত করতে চায় তাদের স্থান তাড়াশের মাটিতে হবে না।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল খালেক তালুকদার।