খোলাবার্তা২৪ ডেস্ক : পেরুর সাবেক প্রেসিডেন্ট পেদ্রো কাস্টিলোকে ক্ষমতাচ্যুত করার বিরুদ্ধে সহিংস বিক্ষোভের পর দেশটিতে বুধবার জরুরি অবস্থা জারি করা হয়েছে। দেশটিতে সহিংসতায় সাত জন প্রাণ হারিয়েছে।

পেরুর প্রতিরক্ষামন্ত্রী আলবার্তো ওটারোলা ধ্বংসাত্মক ও সহিংস কর্মকান্ড চলতে থাকায় এবং বিভিন্ন সড়ক বন্ধ করে দেওয়ায় দেশে নতুন করে ৩০ দিনের জন্য জরুরি অবস্থা জারি করেন। – এএফপি

সংবাদ সংস্থার খবরে বলা হয়েছে, বুধবার দেশব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করেছেন পেরুর প্রতিরক্ষামন্ত্রী, যা আগামী কয়েক ঘণ্টার মধ্যে কার্যকর হবে। এতে করে গত এক সপ্তাহ ধরে চলা সহিংস বিক্ষোভ ও রাস্তা অবরোধের পর জননিরাপত্তা বজায় রাখতে পুলিশকে সহায়তা করার অনুমতি পাবেন সামরিক বাহিনীর সদস্যরা।

কাস্টিলো সমর্থকরা তার মুক্তি ও দেশে নতুন নির্বাচনের দাবিতে আন্দোলন করছে। কংগ্রেস বিপুপ্তি ঘোষণা করে আদেশ জারির চেষ্টা করায় গত সপ্তাহে তিনি গ্রেফতার হন।

বুধবার পেরুর প্রতিরক্ষামন্ত্রী আলবার্তো ওতারোলা সাংবাদিকদের বলেছেন, আমরা ভাঙচুর ও সহিংসতার কারণে সারা দেশে জরুরি অবস্থা ঘোষণা করতে সম্মত হয়েছি। এর জন্য সরকারের কাছ থেকে জোরদার সাড়া প্রয়োজন।

এদিকে পেরুর প্রসিকিউটররা বলেছেন, বিদ্রোহ ও ষড়যন্ত্রের অভিযোগে অভিযুক্ত কাস্টিলোর ১৮ মাসের প্রাক-বিচার আটকের দাবি করেছেন তারা। পেরুর সুপ্রিমকোর্ট তাদের এ আবেদনটি বিবেচনা করার জন্য বৈঠক করেছে; কিন্তু পরে বৃহস্পতিবার পর্যন্ত অধিবেশন স্থগিত ঘোষণা করে।