মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর শহরের শেখ পাড়া থেকে আটক অপ্রাপ্ত বয়স্ক ৭ জন শিবির কর্মীকে যশোরের পোলেরহাট কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার রাতে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম আব্দুস সালাম এ নির্দেশ দেন। আটক ছয়জন শিশু হলো- মেহেরপুর বড় বাজার এলাকার সৈয়দ মাহবুব হাসান’র ছেলে যুবায়ের হাসান (১৫), তাঁতিপাড়ার নুরুল ইসলামের ছেলে কামরুল ইসলাম (১৬), নতুন পাড়ার লাল মিয়ার ছেলে হৃদয় (১৬), সেলিম রেজার ছেলে মাসুদ (১৫), সদর উপজেলার বন্দর গ্রামের আবু তোয়াবের ছেলে আল সাইফ (১৭), চকশ্যামনগর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে আল-হেলাল রোমান (১৫) ও বজলুর রশীদের ছেলে আবু জাফর (১৭) । এর আগে আটক মহিলা কাউন্সিলর সহ ১১ জনকে আদালতের নির্দেশে মেহেরপুর কারাগারে পাঠানো হয়।

উল্লেখ্য শনিবার বিকেলে মেহেরপুর ডিবি পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে শহরের শেখপাড়ার কাউন্সিলর শিউলি আক্তারের বাড়ি থেকে তাকেসহ ১৭ জন শিবির কর্মীকে আটক করে।