খোলাবার্তা২৪ ডেস্ক : পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিমকে তার পদ থেকে বরখাস্ত করা হয়েছে। একই সাথে পুরো নির্বাচক কমিটিই বাতিল করা হয়েছে।
পিসিবির প্রধানের দায়িত্ব নিয়েই এমন কথা জানিয়েছেন নাজাম শেঠি। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন-ক্রিকইনফোকে শেঠি জানান, পিসিবিকে পুনর্গঠন করা হবে।
শেঠি বলেন, আমরা আজই বোর্ডের সকল কমিটি ভেঙে দিচ্ছি। কারন ২০১৯ সালের গঠনতন্ত্র অনুযায়ী গঠিত হয়েছিলো তারা। যা এখন বিলুপ্ত। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে এখন সব পুনর্গঠন করা হবে।
২০২০ সালের ডিসেম্বরে পিসিবির প্রধান নির্বাচক হিসেবে মনোনীত হন ওয়াসিম। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে থাকবেন বলে আশা করা হয়েছিলো। আজ একটি ইমেলের মাধ্যমে বরখাস্ত হবার খবর পান ওয়াসিম। ঘরের মাঠে নিউজিল্যান্ড বিপক্ষে সিরিজের জন্য টেস্ট স্কোয়াড নির্বাচন করাই তার শেষ কাজ হয়ে থাকলো।
ওয়াসিমের অধীনে ১৬টি টেস্ট খেলেছে পাকিস্তান। এরমধ্যে ৮টিতে জয়, ৬টিতে হার ও ২টি ড্র হয়। যার মধ্যে আবার চারটি হার ছিলো ঘরের মাঠে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ও সদ্য শেষ হওয়া ইংল্যান্ডের কাছে ৩টি। প্রধান নির্বাচক হিসেবে ওয়াসিমের অধীনে রঙীন পোশাকের ক্রিকেটে সাফল্য পেয়েছে পাকিস্তান। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল ও ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলে পাকিস্তান। ৫৫টি টি-টোয়েন্টিতে ৩৪টিতে জয় ও ১৮টিতে হারে পাকরা। ১৫ ওয়ানডের মধ্যে জয় ছিলো ১০টিতে। হার ছিলো ৫টিতে।
সম্প্রতি পিসিবির প্রধানের দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয় রমিজ রাজাকে। রাজার পরিবর্তে নাজাম শেঠির নেতৃত্বে ১৪ সদস্যের নতুন পরিচালনা পর্ষদ দায়িত্ব নিয়েছেন। এই কমিটিতে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি ও নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সানা মিরও আছেন।