খোলাবার্তা২৪ ডেস্ক : পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। ঘন কুয়াশার কারণে প্রায় এক ঘণ্টা বন্ধ থাকার পর সকাল সাড়ে ৮টায় স্বাভাবিক হয় ফেরি চলাচল।
বিআইডাব্লিউটিসির পাটুরিয়া ঘাট পয়েন্টের বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকাল সোয়া ৭টার দিকে মাঝ পদ্মায় কুয়াশার ঘনত্ব বেড়ে যায়। একপর্যায়ে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। সে সময় দুটি ফেরির মার্কিং বাতি অস্পষ্ট হয়ে আসায় মাঝ নদীতে যাত্রী ও যানবাহনবোঝাই অবস্থায় নোঙর করে রাখা হয়। কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় পুনরায় স্বাভাবিক হয়েছে ফেরি চলাচল। এ ছাড়া মাঝ নদীতে নোঙর করে রাখা ফেরিগুলোও তীরে ফিরেছে।