ছবি: ইন্টারনেট
খোলাবার্তা২৪ ডেস্ক : নৌপথে ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
বিআইডব্লিউটিসি আরিচা সেক্টরের ম্যানেজার মহিউদ্দিন রাসেল জানান, শনিবার মধ্যরাতের পর থেকে কুয়াশার প্রকোপ বাড়তে থাকতে এবং রোববার সকাল ৭টার পর থেকে কুয়াশার তীব্রতা বেড়ে পুরো নৌপথ ঢেকে যায়। ফলে নৌ-দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
কুয়াশার প্রকোপ কেটে গেলে ফেরি চলাচল শুরু করা হবে, বলেন তিনি।
ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটে যাত্রী ও পণ্যবাহী কয়েক শত যানবাহন আটকে পড়েছে বলেও তিনি জানান। সূত্র: ইউএনবি