খোলাবার্তা২৪ ডেস্ক : বর্তমান সময়ে পাকিস্তানের অন্যতম জনপ্রিয় ব়্যাপার ইভা বি.৷ কিন্তু মাথায় হিজাব আর মুখে সবসময় পর্দা থাকার কারণে রাস্তাঘাটে চলার সময় তাকে দেখলে কেউ চিনতে পারেন না৷ বিষয়টি বেশ উপভোগ করেন ইভা৷ সংবাদ সংস্থা এএফপিকে সেই কথা জানিয়েছেন তিনি৷

২২ বছর বয়সি ইভা বি. বর্তমানে পাকিস্তানের অন্যতম জনপ্রিয় ব়্যাপার৷ অনলাইনে তার গানের ভিডিও লাখ লাখ বার দেখা হচ্ছে৷ কিন্তু মাথায় হিজাব আর মুখে সবসময় পর্দা থাকার কারণে রাস্তাঘাটে তাকে দেখলে কেউ চিনতে পারেন না৷

সম্প্রতি এএফপিকে ইভা জানান, এটা দারুণ ব্যাপার যে মানুষ আমাকে চিনতে পারে না৷ তারা আমার গান বাজায়, কিন্তু আমি যখন তাদের কাছে থাকি তারা চিনতে পারে না যে এটা আমি৷

মার্কিন ব়্যাপার এমিনেম ও কুইন লতিফাকে (ছবি) দেখে গান লেখা শুরু করেছিলেন ইভা৷ এরপর পড়াশোনার কথা বলে বাসা থেকে বের হয়ে পাড়ার গানের স্টুডিওতে গিয়ে গান রেকর্ডিং করে ফেসবুকে দেয়া শুরু করেছিলেন৷

পালিয়ে গান রেকর্ডিংয়ের বিষয়টি এক সময় তার ভাই জানতে পারেন৷ এরপর তাকে বকাঝকা করা হয়েছিল, কারণ ব়্যাপ বিষয়টিকে তারা একজন তরুণীর জন্য অশ্লীল মনে করেছিলেন৷ এবং এটা চালিয়ে গেলে তার বিয়ে নাও হতে পারে বলে মনে করেছিলেন৷ কিন্তু একসময় তারা বুঝতে পারেন যে, ইভাকে ব়্যাপ থেকে সরানো সম্ভব নয়৷ তাই পরে তারা তাকে সহায়তা করা শুরু করেন৷

সম্প্রতি কোক স্টুডিওতে অংশ নিয়েছেন ইভা বি.৷ সে কারণে তার জনপ্রিয়তা আরো বেড়ে গেছে৷

কোক স্টুডিওতে অংশ নেয়া শিল্পীরা তারকার জীবনযাপন করলেও ইভা বি সেসবের মধ্যে যাননি৷

তিনি বলেন, দুই জীবন যাপন করার বিষয়টি অদ্ভুত৷ মানুষ আমাকে চেনে, আবার একইসময়ে তারা আসলে আমাকে চেনে না৷

অবশ্য মাঝেমধ্যে দুই একজন তার চোখ দেখে চিনে ফেলে বলে জানান ইভা৷

ইভা একজন মুসলিম নারী৷ সবসময় তিনি হিজাব পরেন৷ কিন্তু মিডিয়ায় তার চেয়ে তার হিজাবের বিষয়ে বেশি আলোচনা হয় দেখে খুশি নন ইভা৷

ইভা মনের করেন, মিডিয়া আমার চেয়ে আমার হিজাব নিয়ে বেশি ফোকাস করে… তারা এটা হাইপের জন্য করে৷ আমাদের সমাজে এটা সাধারণ বিষয়… এটাকে ব্রেকিং নিউজ হতে দেবেন ন৷

পাকিস্তানের করাচির লিয়ারি এলাকায় থাকেন ইভা৷ এক সময় লিয়ারিকে দেশের অন্যতম বিপজ্জনক এলাকা মনে করা হত৷ এখন সেখানে অনেক হিপ হপ শিল্পীর বাস৷ ঠিক যেমনটা কয়েক দশক আগে নিউইয়র্কের ব্রঙ্কস এলাকায় হিপ হপের জন্ম হয়েছিল৷

ইভার গানে পাকিস্তানে মেয়েদের জীবন, ধনী-গরিবের বৈষম্য, এমনকি স্থানীয় দুর্নীতির বিষয়গুলো উঠে আসে৷