এম. নিরুজ্জামান, রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর পাংশা পৌরসভায় নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে মেয়র পদে নির্বাচন করতে চান উপজেলা যুবলীগের সভাপতি ফজলুল হক ফরহাদ। তিনি জেলার একজন প্রতিষ্ঠিত ব্যাবসায়ী।

উন্নয়নের প্রতিশ্রুতি ও পাংশায় স্বচ্ছ রাজনীতি করার ঘোষণা দিয়ে তিনি এলাকায় প্রচার চালিয়ে যাচ্ছেন। ফরহাদ ছাত্রজীবন থেকে মুজিব আর্দশ ধারন করে আওয়ামী রাজনীতির সাথে যুক্ত হন। পাংশা এলাকায় সাদামনের মানুষ ও স্বচ্ছ রাজনীতির বাহক হিসেবে সবাই তাকে চেনে। তিনি ছিলেন পাংশা বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ও উপজেলা শাখার ছাত্র লীগের সভাপতি। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা রাজনীতে যুবকদের প্রধান্য দিচ্ছেন। তাই পাংশার যুবক শ্রেণীসহ সব শ্রেণী-পেশার প্রিয় মানুষ ফজলুল হক ফরহাদ পাংশা পৌরসভা নির্বাচনে এবার নৌকার মনোনয়ন পাবেন বলে আশাবাদী।

মঙ্গলবার পাংশায় সাংবাদিকদের ফজলুল হক জানান, দলের নেতাকর্মীরা আমার ওপর আস্থা রাখবেন বলে বিশ্বাস করি। মনোয়নয়ন পেলে বিপুল ভোটে মেয়র নির্বাচিত হবেন বলে আশা প্রকাশ করেন ফজলুল হক ফরহাদ। তিনি সাংবাদিকদের বলেন, পাংশা পৌরসভা দ্বিতীয় শ্রেণির হলেও নাগরিকদের সেবা দেয়ার জন্য আরও অনেক কিছু করার আছে।

ডিজিটাল, আধুনিক ও উন্নত নাগরিক সেবা দিতে চান তিনি। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার যে ভিশন ও মিশন নিয়েছেন তা এগিয়ে নিতে চান ফরহাদ। উন্নয়নের ধারা অব্যাহত রেখে মডেল পৌরসভা গড়তে চান পজলুল হক ফরহাদ।

তৃতীয় ধাপে আগামী ৩০ জানুয়ারী পাংশা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। রাজবাড়ীর পাংশা পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী ফজলুলল হক ফরহাদসহ আওয়ামী লীগের ৭ জন।

এ দিকে আসন্ন পৌর সভা নির্বাচনে পাংশার সাতজনই দলীয় প্রার্থী হতে চান। তাই ওইসব প্রার্থীরা দলীয় হাইকমান্ডসহ বিভিন্নভাবে লবিং করে চলছেন।

তবে বিএনপি বা অন্য কোন দলের প্রার্থীরা এখনও নির্বাচন সংক্রান্ত বিষয় কোন মন্তব্য করছেন না।

স্থানীয়দের ধারণা বিএনপি একটি বড় দল, তারা হয়ত দলীয় প্রার্থী দিবেন। নির্বাচনী তফসীল অনুযায়ী আগামী ৩১ ডিসেম্বর মনোনয়ন দাখিলের শেষ দিন। ৩ জানুয়ারী ২০২১ মনোনয়ন পত্র বাছাই। ১০ জানুয়ারী মনোনয় পত্র প্রত্যাহারের শেষ দিন এবং আগামী ৩০ জানুয়ারী ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।