এম. মনিরুজ্জামান, রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ী জেলার পাংশা উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠির শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, শিক্ষা বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের মুক্ত মঞ্চে এ বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিস মোহাম্মাদ আলী। উপস্থিত ছিলেন, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওয়াদুদ, সহকারী কমিশনার (ভূমি) নুজহাত তাসনীম আওন, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাদাত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষসহ অন্যান্যরা।
জানা গেছে, পাংশা উপজেলা প্রশাসনের আয়োজনে বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) শীর্ষক কর্মসূচি আওতায় চলতি ২০২০-২০২১ অর্থ বছরে কলেজের শিক্ষার্থীদের মাঝে ৯ হাজার ৬ শত টাকা, উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ৬ হাজার টাকা, প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে ২ হাজার ৮শ’ টাকা, ২০টি বাইসাইকেল ও ৫৭ জনের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
বাইসাইকেল পাওয়া শিক্ষার্থী সুমি রাণী বলেন, আমি এই বাইসাইকেলটি পেয়ে অনেক খুশি। এই সাইকেল চালিয়ে আমার বাবার কাজের সাহায্য করা, নিয়মিত স্কুল এবং প্রাইভেট পড়তে যেতে পারবো। এখন থেকে আমার নিত্যদিনের কাজে আর দেরি হবে না।