ছবি: ইন্টারনেট
খোলাবার্তা২৪ ডেস্ক : পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এখনো সঙ্কটাপন্ন রয়েছেন। তবে তাঁর শরীরে কার্বন-ডাই-অক্সাইডের মাত্রা কমেছে। ফলে ধীরে ধীরে ভেন্টিলেটর সাপোর্ট কমানো হচ্ছে বলে দলীয় সূত্রে খবর।
বুধবার মাঝরাতেই জ্ঞান ফিরেছিল তাঁর। আপাতত ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখে হয়েছে তাঁকে। গতকাল বুধবার দুপুরে তীব্র শ্বাসকষ্ট নিয়ে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। রাখা হয় ইনটেনসিভ কেয়ার ইউনিটে।
সাবেক মুখ্যমন্ত্রীর শ্বাসকষ্টের সঙ্গে তীব্র জ্বরও ছিল। তবে তাঁর করোনার পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। চালু করা হয় অ্যান্টিবায়োটিক। ফুসফুস বিশেষজ্ঞ চিকিৎসক কৌশিক চক্রবর্তীর নেতৃত্বে মেডিক্যাল টিমও গঠিত হয়। বৃহস্পতিবারই ১০ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়।
বুধবার সন্ধ্যাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলে তার পরিবারের সকলের পাশে থাকার আশ্বাস দিয়ে আসেন নিজে হাসপাতালে পৌঁছে। – ভোয়া