খোলাবার্তা২৪ ডেস্ক : পদ্মা সেতুর রেলিং থেকে নাট-বল্টু খুলে ফেলার অভিযোগে রোববার সন্ধ্যায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রধান ব্যারিস্টার মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নাট বল্টু খুলে ফেলার ঘটনায় পদ্মা সেতুর উত্তর পাশের থানা বিশেষ ক্ষমতা আইনে মামলা করবে। বায়েজিদকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার বিস্তারিত তথ্য নেওয়া হয়েছে। তার বাড়ি পটুয়াখালীতে। তাকে রাজধানীর শান্তিনগর থেকে পুলিশ গ্রেফতার করে।

এদিকে আজ সোমবার দুপুরে বায়েজিদ তালহার বিষয়ে সংবাদ সম্মেলন করবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সিআইডির সাইবার পুলিশ সেন্টারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।