পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষা জীবন রক্ষার্থে অবিলম্বে সব ধরণের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবীতে মানববন্ধন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ।

বৃহস্পতিবার ০৩ জুন দুপুরে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে তারা।

মানববন্ধনে ইসলামী আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখার নেতা-কর্মীরা অংশ নেন।

এ সময় বক্তব্য রাখেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখার সভাপতি আব্দুল হাই, ইসলামী যুব ছাত্র শাসনতন্ত্র আন্দোলনের পঞ্চগড় জেলা শাখার সভাপতি সোহেল রানা ও সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান প্রমুখ।