খোলাবার্তা২৪ ডেস্ক : শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায় ২৯ কোটি টাকা ব্যয়ে নতুন আরেকটি ৫০ শয্যাবিশিষ্ট আধুনিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
বুধবার মহান বিজয় দিবসে নড়িয়া পৌরসভার বৈশাখী পাড়া এলাকায় নতুন স্বাস্থ্য কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম।
উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, সিভিল সার্জন ডা. এস এম আব্দুল্লা-আল-মুরাদ, নড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম ইসমাইল হক, উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার হাসানুজ্জামান খোকন, নড়িয়া পৌরসভার মেয়র শহীদুল ইসলাম বাবু রাড়ীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।