আবুল কালাম আজাদ, বগুড়া অফিস : বগুড়ার শেরপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যানের শূন্য পদের উপ-নির্বাচনে ধানের শীষের প্রার্থী থাকলেও নৌকার প্রার্থী নেই।
আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ৯৮টি কেন্দ্রে একটানা ব্যালট পেপারে ভোট গ্রহণ করা হবে। নির্বাচনে মোট ভোটার ২ লক্ষ ৬৫ হাজার ৮৮০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৩০ হাজার ৪৮ জন ও মহিলা ভোটার ১ লক্ষ ৩৫ হাজার ৮৪০জন। তবে ভোট দিতে কেন্দ্রে যেতে ভোটারদের আগ্রহ কম বলে ধারণা করা হচ্ছে। নির্বাচনে মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।
তারা হলেন, বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী নাছরিন আক্তার পুটি, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও শেরপুর উপজেলা চেয়ারম্যান মজিবর রহমান মজনুর স্ত্রী শিল্পী বেগম (কলস), আওয়ামী লীগ নেত্রী ফিরোজা বেগম (ফুটবল) ও নাজনীন পারভীন (পদ্মফুল)।
এখানে বিএনপি দলীয় প্রার্থী দিলেও কোন্দলের কারনে নৌকার প্রার্থী দেয়া হয়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ নিয়ে দলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে রয়েছেন বগুড়ার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মাহবুব আলম শাহ। বুধবার কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা কেন্দ্রে গেলেও ব্যালট পেপার ও ব্যালট বাক্স ভোট গ্রহণের দিন সকালে কেন্দ্রে কেন্দ্রে যাবে বলে জানা গেছে।