বগুড়া অফিস : আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা এস এম কামাল হোসেন বলেছেন, আওয়ামী লীগের তৃণমূল ঢেলে সাজানো শুরু হয়েছে। দূর্নীতিবাজ, সন্ত্রাসী, মাদক সংশ্লিষ্টরা দলে জায়গা পাবে না এবং স্থানীয় সরকার নির্বাচনে মনোনয়নও পাবে না।

নৌকার বিরুদ্ধে যারা নির্বাচন করবে তারা এবং তাদের সহযোগিরা দলে থাকতে পারবে না, রাস্তায় রাস্তায় ঘুরতে হবে। দলের সর্বস্তরে ত্যাগী নেতৃত্ব প্রতিষ্ঠা করা হবে। দলের দায়িত্বে থাকবে স্বচ্ছ নেতৃত্ব। মানুষের আস্থা অর্জন ছাড়া ক্ষমতায় টিকে থাকা যায় না। তাই সে ধরনের নেতৃত্ব বেছে নেয়া হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বগুড়ায় বর্তমান সরকারের মেয়াদের মধ্যেই একটি পাবলিক বিশ্ববিদ্যালয় হয়ে যেতে পারে। সেই সাথে বগুড়া প্রেসক্লাবের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন তিনি।

বগুড়া জেলা আওয়ামী লীগের উদ্যোগে শুক্রবার সাংবাদিকদের সাথে বগুড়া পর্যটন মোটেলে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।

এ সময় আ’লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: রোকেয়া সুলতানা, কেন্দ্রিয় সদস্য সাহাবুদ্দিন ফারাজী, জেলা আ’লীগ নেতা আবুল কালাম আজাদ, মকবুল হোসেন মুকুল, মঞ্জুরুল আলম মোহন, আসাদুর রহমান দুলু, সাগর কুমার রায়, অধ্যক্ষ শাহাদত আলম ঝুনু, জাকির হোসেন নবাব, সুলতান মাহমুদ খান রনি, তবিবর রহমান তবি, রফি নেওয়াজ খান রবিন, মনসুর রহমান মুন্নু, আল রাজি জুয়েল সহ জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।