মোঃ কামরুজ্জামান ভুঁইয়া, নোয়াখালী : নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছে।
নিহতের নাম পারভেজ হোসেন (২৬)। সে মোহাম্মদপুর ইউনিয়নের চর তোরাবআলী গ্রামের ছিদ্দিক মাস্টার বাড়ীর কামাল উদ্দিনের ছেলে।
মঙ্গলবার দুপুরে উপজেলার চৌরাস্তা কিল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চরজব্বর থানার পরিদর্শক (তদন্ত) মো. ইব্রাহীম খলিল এ তথ্য নিশ্চিত করেন। তিনি আরো জানান, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।