নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচরে দুই সন্তানের মা এক বিধবা নারীকে (৩২) ধর্ষণের অভিযোগে মিল্লাত হোসেনের (২৪) নামে থানায় মামলা করেছেন বিধবা নিজেই।

অভিযুক্ত আসামি মিল্লাত হোসেন উপজেলার ৫ নম্বর চরজুবলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চর মহিউদ্দিন গ্রামের কামাল উদ্দিনের ছেলে।

বুধবার এই ঘটনায় নির্যাতিত গৃহবধূ চরজব্বার থানায় নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করেন। পুলিশ অভিযুক্ত আসামিকে গ্রেফতার করেছে।

ভুক্তভোগী বিধবাকে ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

মামলার বিবরণ থেকে জানা যায়, গত রাত ১১টার দিকে উপজেলার চর মহিউদ্দিন গ্রামে বিধবা গৃহবধূর ঘরে জোরপূর্বক ধর্ষণের ওই ঘটনা ঘটে।

মামলার এজহারের বরাত দিয়ে পুলিশ জানায়, আট বছর আগে নির্যাতিত ওই নারীর স্বামী মারা যায়। গটনার দিন (৩০ মার্চ) রাত ৯টার দিকে তিনি রাতের খাবার শেষে সন্তানদেরকে নিয়ে ঘরে ঘুমিয়ে পড়েন। রাত ১১টার পর প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘরের দরজা খোলা রেখে বাইরে যান।

ওই সুযোগে পাশের বাড়ির মিল্লাত হোসেন তার ঘরে প্রবেশ করেন। ওই বিধবা নারী ঘরের বাইরে কাজ শেষে ঘরে ঢুকে দরজা বন্ধ করা মাত্র মিল্লাত তার মুখ চেপে ধরে বসত ঘরের মাটিতে ফেলে তাকে ধর্ষণ করে।

চর জব্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।