মোঃ কামরুজ্জামান ভূঁইয়া, নোয়াখালী : নোয়াখালীর সুধারামের এওজবালিয়া ইউনিয়নের মুমিন নগর বাজার এলাকায় চাঁদার দাবিতে দলিল লেখক অলি উল্যাহ’র অফিসে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও লুট করেছে সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে।
এ সময় দলিল লেখককে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে দৃর্বৃত্তরা এবং তার অফিসের ড্রয়ার থেকে নগদ টাকা, স্ট্যাম্প, ল্যাপটপ, মোবাইলসহ প্রয়োজনীয় কাগজপত্র লুট করে নিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত দলিল লেখক অলি উল্যাহ জানান, স্থানীয় চিহ্নিত কিছু সন্ত্রাসী দীর্ঘ দিন থেকে তার কাছে চাঁদা দাবি করে আসছে। তিনি চাদাঁ দিতে অস্বীকার করায় তারা অতর্কিতভাবে তার অফিসে এসে হামলা চালায় এবং অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা সহ প্রায় ৫ লাখ টাকার জিনিসপত্র লুট করে নিয়ে যায়। তার আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে বখাটেরা পালিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
সুধারাম থানার ভারপ্রাপ্ত মোঃ সাহেদ উদ্দিন জানান, এ ঘটনায় তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।