মোঃ কামরুজ্জামান ভূঁইয়া, নোয়াখালী : নোয়াখালীর হাতিয়ায় পারিবারিক কলহের জেরে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করে।
নিহত গৃহবধূ বিলকিছ বেগম (৩৪) উপজেলার হরণী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পূর্ব নবীপুর গ্রামের মো. ছিদ্দিকের মেয়ে এবং একই এলাকার মো. রুবেলের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পারিবারিক কলহের জেরে রুবেল তার স্ত্রী বিলকিছকে পিটিয়ে গুরুতর আহত করে।তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়। একপর্যায়ে চিকিৎসাধীন অবস্থায় রাতে বিলকিছের মৃত্যু হয়। খবর পেয়ে হাতিয়ার মোরশেদ বাজার তদন্ত কেন্দ্রের এসআই মো.আব্দুল জাহের লাশ সুরতহাল রিপোর্ট প্রস্তুতপূর্বক ময়নাতদন্তের জন্য প্রেরণ করে।
হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ নিয়ে আসেনি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।