মোঃ কামরুজ্জামান ভূঁইয়া, নোয়াখালী : নোয়াখালীর বেগমগঞ্জে দলীয় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে এক আওয়ামী লীগ নেতাকে গুলি করেছে প্রতিপক্ষরা। গুলিবিদ্ধ অবস্থায় তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আরো একজন আহত হয়েছে।

শনিবার রাতে উপজেলার শরীফপুর ইউনিয়নের বাবুনগর গ্রামের গফুর মেম্বারের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ বাহার উদ্দিন (৫৫) ওই ইউনিয়নের ৫নং ওয়ার্ড আ’লীগের সভাপতি ও মৃত সরু মিয়ার ছেলে।

জানা যায়, শরীফপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ফয়সালের সাথে ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি বাহার উদ্দিনের দলীয় আধিপত্য বিস্তার নিয়ে মতবিরোধ চলে আসছিল। গত বৃহস্পতিবার বেগমগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের দিন স্থানীয় ফয়সাল সাথে বাহার উদ্দিনের কথাকাটির হয়। পরে কথা কাটাকাটির জের ধরে ফয়সালের নেতৃত্বে ৫/৬ জনের একটি দল শনিবার রাতে বাহার উদ্দিনকে (৫৫) গুলি করলে সে পায়ে গুলিবিদ্ধ হয়। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে।

বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।