মোঃ কামরুজ্জামান ভূঁইয়া, নোয়াখালী : নোয়াখালীর মাইজদী শহরের হসপিটাল রোডের মেট্রো হাসপাতালে ভুল চিকিৎসায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে।

নিহত নবজাতকের বাবা নোয়াখালীর কবিরহাট উপজেলার চাপরাশির হাট ইউনিয়নের বাসিন্দা দয়াল গাজী অভিযোগ করে বলেন, সোমবার সকাল ৮টায় তার স্ত্রীকে মেট্রো হসপিটালে ভর্তি করা হয়। এরপর রাতে নরমাল ডেলিভারিতে তার মেয়ে সন্তান জন্মগ্রহণ করে। জন্ম নেয়ার পর থেকেই তার সন্তান একদমই সুস্থ ছিল। কিন্তু হঠাৎ করেই ডাক্তার তার সন্তানকে একটা ইনজেকশন দেয় এবং ইনজেকশন দেওয়ার ত্রিশ সেকেন্ডের মধ্যেই শিশুটি কাপুনি দিতে দিতে মারা যায়। সন্তানহারা দম্পতির অভিযোগ ভুল চিকিৎসার কারণেই নবজাতকের মৃত্যু হয়েছে।

তিনি আরো অভিযোগ করেন শিশুটি মারা যাওয়ার পর তারা সিভিল সার্জনকে অবহিত করলে হসপিটালের মালিকপক্ষ ভাড়াটিয়া লোকজন দিয়ে স্বজনদের ওপর হামলা করে এবং তাদের হসপিটাল থেকে বের করে দেয়। পরে পুলিশ হসপিটালে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

এ ঘটনা সিভিল সার্জন মাসুম এফতেখারের কাছে জানলে চাইলে তিনি অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, জেলা সিভিল সার্জনের অফিস থেকে তদন্ত টিম গঠন কর হয়েছে, তাদের রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।