খোলাবার্তা২৪ ডেস্ক : নেপালে ৭২ জন আরোহী নিয়ে ইয়েতি এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এয়ারলাইন্সের এক মুখপাত্র এ কথা জানিয়েছেন।
এ ঘটনায় এখন পর্যন্ত ৪০ লাশ উদ্ধার করা হয়েছে। এ সংখ্যা আরো বাড়তে পারে।
এয়ারলাইন্সের মুখপাত্র সুদর্শন বারতৌলা এএফপিকে বলেন, ‘বিমানটিতে ৬৮ জন যাত্রী এবং চারজন ক্রু রয়েছেন, উদ্ধার কাজ চলছে, আমরা এখনই জানি না কেউ বেঁচে আছে কি না।’
নেপালের বেসরকারি বিমান পরিচালনাকারী সংস্থা ইয়েতি এয়ারলাইনসের এটিআর ৭২ মডেলের বিমানটি রাজধানী কাঠমান্ডু থেকে পোখরায় যাচ্ছিল। রোববার সকালে বিমানটি পোখরার কাসকি জেলায় বিধ্বস্ত হয়।
ইয়েতি এয়ারলাইনস বা নেপাল সরকারের পক্ষ থেকে দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো কোনো তথ্য জানানো হয়নি। দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা শুরু হয়েছে।