খোলাবার্তা২৪ ডেস্ক : নেপালের পোখরা বিমানবন্দরে ইয়েতি এয়ারলাইন্সের ভেঙে পড়া বিমান থেকে শেষ খবর পাওয়া পর্যন্ত ৬৮টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে ৪ জন।
মাটি ছোঁয়ার মাত্র কয়েক সেকেন্ড আগে ভেঙে পড়ে বিমানটি।
নেপালের সেনাবাহিনী সোমবার জানিয়েছে, পোখরার দুর্ঘটনাস্থল থেকে জীবিত অবস্থায় কাউকে উদ্ধার করা যায়নি। এখনও পর্যন্ত যে ক’জনকে উদ্ধার করা হয়েছে, তাঁরা সকলেই মৃত।
৭২ জনকে নিয়ে পোখরা বিমানবন্দরে ভেঙে পড়েছে নেপালের ইয়েতি এয়ারলাইন্সের বিমানটি। মাটি ছোঁয়ার মাত্র কয়েক সেকেন্ড আগে ভেঙে পড়ে বিমানটি। এখনও পর্যন্ত ঘটনাস্থল থেকে ৬৮টি মৃতদেহ উদ্ধার করা গিয়েছে।
রোববার নেপালের ইয়েতি এয়ারলাইন্সের যাত্রিবাহী বিমান এটিআর-৭২ পোখরা বিমানবন্দরে নামার আগে সেতি গন্ডকি নদীর ধারের জঙ্গলে ভেঙে পড়ে। মূলত যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনা। যাকে বলা হচ্ছে নেপালের ইতিহাসে অন্যতম ভয়াবহ বিপর্যয়।
স্থানীয় সময় রোববার সকাল ১০টা ৩৩ মিনিটে ত্রিভুবন বিমানবন্দর থেকে উড়েছিল এটিআর-৭২ বিমানটি। বিমানটিতে পাঁচ ভারতীয় নাগরিক, ৫৩ জন নেপালি, এক জন আয়ারল্যান্ডের বাসিন্দা, দু’জন কোরীয়, একজন আর্জেন্টিনীয় এবং একজন ফরাসি যাত্রী ছিল। বিমানে থাকা সকলেরই মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
দুর্ঘটনা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করেছে নেপাল সরকার। ৪৫ দিনের মধ্যে তাঁরা এ বিষয়ে রিপোর্ট প্রকাশ করবেন।