নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনা জেলা কারাগারে আব্দুল মতিন (৬১) নামে এক হত্যা মামলার আসামির রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার ভোরে কারাগারে বন্দী অবস্থায় ওই আসামি আকস্মিকভারে মৃত্যুর কোলে ঢলে পড়েন।

তিনি নেত্রকোনা সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের মোবারকপুর গ্রামের মৃত ছমেদ আলীর পুত্র। আব্দুল মতিন একটি হত্যা মামলার আসামি হয়ে হাবলু নামে তার এক ছেলেসহ গেল বছরের ২ সেপ্টেম্বর থেকে কারাগারে বন্দী ছিলেন।

নেত্রকোনা জেল সুপারেন্টেন্ট আব্দুল কদ্দুস গণমাধ্যমকে জানান, ওই আসামি প্রতিদিন কারাগারে ফজরের নামাজের আযান দিতেন। কিন্তু রোববার ভোরে ফজরের আজান না দেওয়ায় তাকে ডাকাডাকি করে তুলতে গিয়ে দেখা যায় তিনি অসুস্থ।

নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তির পর তাকে মৃত ঘোষণা করা হয়। কিন্তু নাম প্রকাশে অনিচ্ছুক ওই আসামির স্বজনরা দাবি করেন হাসপাতালে নয়, বরং কারাগারেই তার মৃত্যু হয়েছে। কারা কর্তৃপক্ষ জানান, তিনি আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়ার পরেই তার মৃত্যু ঘটে।

নেত্রকোনা মডেল থানার ওসি শাকের আহমেদ জানান, হত্যা মামলার আসামি আব্দুল মতিন মিয়ার লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।