নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় চলন্ত ট্রাকের নীচে পিষ্ট হয়ে বিল্লাল হোসেন (১৮) নামে ট্রাকের হেল্পার নিহত হয়েছে। সে টাঙ্গাইল জেলা সদরের কাকুয়াচর পওলী গ্রামের জনৈক হাসেম প্রমাণিকের ছেলে। শনিবার ভোরে নেত্রকোনার সীমান্ত সড়কের শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের জাওয়ানী নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শনিবার ভোর রাতে জারিয়া থেকে থেকে ছেড়ে আসা বালু বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো ১৫-৪৪২২) জাওয়ানী নামক পৌঁছার পর অপর একটি বালু বোঝাই ট্রাকের সাথে সংঘর্ষে ট্রাকের নীচে চাপা পড়ে জারিয়া থেকে ছেড়ে আসা ট্রাকের হেল্পার বিল্লাল ঘটনাস্থলে নিহত হয়। পূর্বধলা থানার ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।