নীলফামারী প্রতিনিধি : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নীলফামরারীতে পাঁচ’শ গাছের চারা বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন সেইফ ফাউন্ডেশন। শনিবার ৫ জুন দুপুরে শহীদ মিনার প্রাঙ্গণে বিতরণ কর্মসুচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী।
এ সময় শহীদ মিনার প্রাঙ্গণে তিনটি গাছের চারা রোপণ করেন অতিথিদ্বয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) লিজা বেগম, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাফিজুর রশিদ মঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন ।
সেইফ ফাউন্ডেশনের প্রধান সমন্বয়কারী রাসেল আমিন স্বপন জানান, আগামী তিন মাস জেলা জুড়ে ফলজ, বনজ ও ঔষধী মিলে ৫০ হাজার গাছের চারা বিতরণ করবে সেইফ ফাউন্ডেশন। যা আজ থেকে শুরু হলো।