নীলফামারী প্রতিনিধি : করোনা প্রাদুর্ভাবের কারণে নীলফামারীতে সীমিত আকারে পালিত হয়েছে মহান বিজয় দিবস।

সকালে জেলা শহরের স্বাধীনতা স্মৃতি অম্লানে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের উদ্যোগে।

এ ছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করা হয় আওয়ামী লীগের উদ্যোগে। এতে নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও নীলফামারী পৌরসভা মেয়র দেওয়ান কামাল আহমেদ ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হক।

পরে সার্কিট হাউজে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী। এতে পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম, পিপিএম উপস্থিত ছিলেন।

এ সময় জেলার বীর মুক্তিযোদ্ধাদের বরণ করে নেন জেলা প্রশাসক। পরে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে দোয়া অনুষ্ঠিত হয়।

এ ছাড়া দুপুরে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

এতে জেলা প্রশাসক, পুলিশ সুপার ছাড়াও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির, সাবেক সাংসদ নুর কুতুবুল আলম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা কান্তি ভুষন রায় বক্তব্য দেন।